অবশেষে মুক্তি পাচ্ছেন পাকিস্তানে কারাবন্দি চেক প্রজাতন্ত্রের মডেল টেরেজো হুলুসকোভা। এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, এই মডেলকে ২০১৮ সালে পাকিস্তানের একটি বিমানবন্দর থেকে মাদকসহ আটক করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে আবু ধাবি যাচ্ছিলেন। তার স্যুটকেসে ৯ কিলোগ্রাম হেরোইন পাওয়া যায়।
পরে মাদক মামলায় ২০১৯ সালে পাকিস্তানের আদালত এই মডেলকে ৮ বছর ৮ মাসে কারাদণ্ড দেন। তবে টেরেজা হুলুসকোভা প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলেছিলেন, কেউ তার স্যুটকেসে হেরোইন ঢুকিয়ে দিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকে ওই মাদক মামলায় কারাগারে যেতে হয়।
পরে আদালতের রায়ের বিরুদ্ধে ২৫ বছর বয়সী চেক মডেল আপিল করেন। গতকাল সোমবার (১ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুলুসকোভার আইনজীবীর বিবৃতির বিষয়টি নিশ্চিত করে টেরেজোর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রায়ের বিস্তারিত প্রকাশ করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: জিও নিউজ ও ফ্রান্স২৪।
বিডি-প্রতিদিন/শফিক