অস্ট্রেলিয়ায় হারিয়ে যাওয়া ক্লেও স্মিথ নামে চার বছরের এক শিশুকে নিখোঁজের ১৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি দুর্গম এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়। খবর বিবিসির।
বুধবার বিবৃতিতে পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার উপকমিশনার কল ব্লাঞ্চ জানান, পুলিশ সদস্যদের একটি দল তালা ভেঙে বাড়িটিতে ঢোকেন। একজন কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার নাম জানতে চান। জবাবে শিশুটি জানায়, তার নাম ক্লিও স্মিথ।
শিশুটিকে এরই মধ্যে মা-বাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ক্লিওর মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো।’
সম্প্রতি পরিবারের সঙ্গে কোয়াবা ব্লোহোলস ক্যাম্প গ্রাউন্ডে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হয় চার বছর বয়সী অস্ট্রেলীয় শিশু ক্লিও। গত ১৬ অক্টোবর আনুমানিক দিবাগত রাত দেড়টা থেকে পরদিন সকাল ছয়টার ভেতর নিখোঁজ হয় সে। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে তার সন্ধানে সাড়ে সাত লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই