হুথি বিদ্রোহীরা আরও দুইটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশের। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য জানান। তিনি জানান, অবিলম্বে সৌদি ভাড়াটে সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে। তাদের সামনে এখন পরাজয়ের বিকল্প কোনো কিছুই নেই। একই সঙ্গে সৌদি ভাড়াটে সেনা এবং হাদিপন্থী গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জানান তিনি।
জেনারেল সারিয়ি বলেন, মারিব প্রদেশে ‘অপারেশন স্প্রিং অফ ভিক্টরি’ নামে যে অভিযান চলছে তার দ্বিতীয় ধাপে আল-জুবা এবং জাবাল মুরাদ জেলা মুক্ত করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, পুরো ইয়েমেন শত্রুর কবল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সংবরণ করবে না।
সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ২০১৫ সাল থেকে।
বিডি প্রতিদিন/এএম