তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আইএসকে আর্থিক সহায়তা প্রদানে অভিযুক্ত এবং ইস্তাম্বুলে গোষ্ঠীটির পক্ষে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে দেশটিতে ব্যাপক অভিযান চালিয়ে সন্দেহভাজন এসব আইএস সদস্যকে গ্রেফতার করা হয়।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল, ব্যাটম্যান, সানলিউরফার দক্ষিণ-পূর্ব প্রদেশ এবং দক্ষিণ আদানা প্রদেশে মোট ২১ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ২৭টি ঠিকানায় একযোগে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে কর্তৃপক্ষ। অভিযানে যাদের টার্গেট করা হয়, তারা আইএসকে আর্থিক সহায়তা প্রদানে অভিযুক্ত এবং ইস্তাম্বুলে গোষ্ঠীটির পক্ষে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত তাদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএম