ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে অভিযোগ করেছে তা নিতান্তই নিজেদের অপরাধ ঢাকা দেয়ার চেষ্টা বলে জাতিসংঘে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘের রাজনৈতিক ও উপনিবেশবাদবিরোধী ফোর্থ কমিটির বৈঠকে ইরানের বিশেষ দূত এসব কথা বলেন। খবর পার্সটুডের।
ইরান জানিয়েছে, ইসরায়েলের এই অভিযোগের উদ্দেশ্য হচ্ছে ইরান-বিরোধী প্রচারণা চালিয়ে তারা নিজেদের দখলদারিত্ব এবং অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। এর আগে, ইহুদিবাদী ইসরায়েলের দূত বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইরান।
এদিকে, গত মে মাসে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ১১ দিনের বোমাবর্ষণের কথা উল্লেখ করে ইরানি প্রতিনিধি বলেন, ইহুদিবাদী ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাচ্ছে না বরং বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী দেশের বিরুদ্ধে তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক