২৯ নভেম্বর, ২০২১ ১০:০৭

দক্ষিণ আফ্রিকার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। স্থানীয় সময় রবিবার এক বক্তব্যে দেশটির ওপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার এই নিন্দা জানান তিনি।

সিরিল রামাফোসা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের এই ধরনের প্রতিক্রিয়ায় তিনি গভীরভাবে মর্মাহত। এই পদক্ষেপকে তিনি অন্যায় হিসেবে বর্ণনা করেছেন। অবিলম্বে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

সম্প্রতি দেশটির ওপর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং তার দেশ বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করেন সিরিল রামাফোসা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর