শিরোনাম
৭ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬

শরণার্থী ইস্যুতে ইউরোপকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পোপের

অনলাইন ডেস্ক

শরণার্থী ইস্যুতে ইউরোপকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পোপের

গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী শিশুদের সাথে কথা বলেন পোপ ফ্রান্সিস

সাগরে নিহতের ঘটনাসহ শরণার্থীদের নানা দুর্দশার বিষয়ে ইউরোপের দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। গ্রিসের মাভরোভউনি দ্বীপে এক শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি শরণার্থীদের দুর্দশার প্রতি সমবেদনা পোষণ করে ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে বলেন, ‘চলুন, আমরা এসব বন্ধ করি।’

শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে রবিবার গ্রিস সফর করেন পোপ ফ্রান্সিস। সে সময় তিনি দেশটির লেসবস দ্বীপের একটি শিবির ঘুরে দেখেন। ২০১৬ সালের পর ফ্রান্সে এটি পোপের দ্বিতীয় সফর।

এ সময় তিনি শিবিরের অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, ২০১৬ সালের পর শিবিরে তেমন কোনো পরিবর্তন আসেনি। ২০১৬ সালের সফরের সময় তিনি লেসবস দ্বীপের শিবির থেকে ১০ জন সিরীয় শরণার্থীকে আশ্রয় প্রদানের জন্য নিজের সাথে নিয়ে আসেন। তার আগে পোপের সফর ঘিরে শরণার্থীদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়। পোপের এ সফর তাদের জন্য সুখবর বয়ে আনবে বলে বিশ্বাস শরণার্থীদের।

কঙ্গো থেকে আসা এক শরণার্থী এনিস কিয়াকু বলেন, ‘পোপের এখানে আসার বিষয়টি আমাদের জন্য সম্মানের। শরণার্থী হিসেবে এখানে আমাদের অনেক দুর্দশা পোহাতে হয়।’ লেসবস দ্বীপে দুই বছর আগে এক পুত্র সন্তানের জন্ম দেওয়া কিয়াকু বলেন, পোপের এই সফর আমাদের মধ্যে আশার জন্ম দিয়েছে। আমরা আশা করি পোপ আমাদের এখান থেকে নিয়ে যাবেন। শিবিরে আমাদের অনেক কষ্ট করতে হয়।’

সাইপ্রাস ও গ্রিসে পোপের পাঁচ দিনের এই সফরে মূল আলোচ্য বিষয় ছিল শরণার্থী সংকট। সফরের সময়ে তিনি ইউরোপকে দেয়াল নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন আমরা বাস্তবতাকে মেনে নেই। দায়িত্বশীল হয়ে উঠি। আর শরণার্থী সংকটের বিষয়টি অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকি। 

উল্লেখ্য, লেসবস দ্বীপ সফরকালে পোপের সাথে উপস্থিত ছিলেন গ্রিসের প্রেসিডেন্ট কাটেরিনা সাকেলারোপৌলৌ এবং ইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস। এছাড়া আফগানিস্তান, ইরাক, কঙ্গোসহ বিভিন্ন দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান/ ইনফোমাইগ্রেন্টস
 
বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর