বিশ্ব বাণিজ্যমঞ্চে এখন চলছে চীনের আধিপত্য। আর এই আধিপত্য ঠেকাতে ভারতকে পাশে পেতে চায় ব্রিটেন। এজন্য নিজেদের ভিসানীতিতে বদল আনছে দেশটি। নতুন এই পদক্ষেপে শুধুমাত্র ভারতীয় অভিবাসীদের জন্য কিছু নিয়ম শিথিল করতে যাচ্ছে ব্রিটেন।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘দ্য টাইমস ইউকে’।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান চলতি মাসেই দিল্লি সফরে যেতে পারেন। তার এই সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, শিগগিরই ভারত-ব্রিটেন বাণিজ্য বৈঠক শুরু হওয়ার কথা। এই বৈঠকেই ব্রিটেনের ভিসানীতির অভিবাসন আইনে বদল আসতে পারে। এই আইনে বদল এনে বরিস জনসন সরকার চাইছে, নয়াদিল্লি যাতে ব্রিটেনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সই করে।
তাছাড়া, নয়াদিল্লি অনেক দিন ধরেই ব্রিটেনের অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন চাইছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেনের বরিস জনসন সরকার। ব্রিটেন আশা করছে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতীয় ব্যবসায়ীরা আরও বেশি করে দ্বিপাক্ষিক লেনদেনে অংশ নেবেন।
ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ানের দিল্লি সফরেই নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা।
অভিবাসন নীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে
বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেনের যে ধরনের অভিবাসন নীতি রয়েছে, সেই ধাঁচেই ভারতীয়দের জন্য কিছু নিয়ম চালু করা হবে। যেমন, কমবয়সী ভারতীয়রা চাইলে এ ব্রিটেনে গিয়ে তিন বছর পর্যন্ত কোনও চাকরি করতে পারেন। তাছাড়া, স্টুডেন্ট ভিসায় যারা ব্রিটেনে গিয়ে পড়াশোনা করবেন, তারা ডিগ্রি পাওয়ার পর কিছু দিন সেখানে থেকে চাকরি করার সুযোগ পাবেন। এছাড়া, পর্যটন, বাণিজ্য বা চাকরি— বিভিন্ন ক্ষেত্রেই ভিসা ফি কমানোর কথাও ভাবছে ব্রিটিশ সরকার।
এখন ভারত থেকে চাকরি করতে যারা ব্রিটেনে যান, তাদের ওয়ার্ক ভিসার জন্য ১৪০০ পাউন্ড ফি দিতে হয়, স্টুডেন্ট ভিসা ফি ৩৪৮ পাউন্ড, পর্যটন ভিসা ফি ৯৫ পাউন্ড। সূত্র: দ্য টাইমস ইউকে, এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম