২৮ জানুয়ারি, ২০২২ ০৪:৫৪

আফ্রিকার দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়; নিহত বেড়ে ৭০

অনলাইন ডেস্ক

আফ্রিকার দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়; নিহত বেড়ে ৭০

আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে বৃহস্পতিবার নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। জরুরি সহায়তা কর্মীরা ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে লড়ছে।

সোমবার মাদাগাস্কারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার কারণে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস হয় এবং যা পরে মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানে। মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। তিন দেশের উদ্ধারকর্মী ও কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের করছে।

ঝড়ের কিছু অংশ জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে গেলেও সেখানে কারও মৃত্যু হয়নি।

সবচেয়ে কঠিনভাবে আঘাত হানা তিনটি দেশে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু বাড়ি ধসে পড়ায় অনেকে আটকে পড়েছেন।

সূত্র: এএফপি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর