মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয় এখনো মানতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল পাল্টে দিতে তিনি তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সহায়তা চেয়েছিলেন। তবে পেন্স সম্প্রতি জানিয়েছেন, ‘ট্রাম্প ভুল ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচন করে আমেরিকার জনগণ। একজন ব্যক্তি (ভাইস প্রেসিডেন্ট) প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না।’
পেন্সের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি সেদিন সঠিক অবস্থানে ছিলাম। সেটি সবাই জানে। পেন্স মাত্র বললেন তার কিছুই করার ছিল না; শুধু বুড়ো কাক মিচ ম্যাককনেলের সঙ্গে মিলে বাইডেনকে দ্রুততম সময়ের মধ্যে বাইডেন জয়ী ঘোষণা করা ছাড়া। ভোটে জালিয়াতি বা অনিয়মের ঘটনা ঘটলে অবশ্যই ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব আছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার।’
ট্রাম্প আরও বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট হিসেবে পেন্স যে ক্ষমতা প্রয়োগ করেননি সেই ক্ষমতাই এখন পরিবর্তন করতে চায় ডেমোক্রেটরা। কারণ তারা চায় না সুষ্ঠু ভোট হোক। ভোটে জালিয়াতি হলে আইনসভার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে গেছে, তবে একেবারেই
সব আশা শেষ হয়ে যায়নি। কিন্তু মাঝখানের সময়টাতে আমাদের দেশ নৈরাজ্যের দিকে চলে যাচ্ছে!
সূত্র : ফক্স নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা