পার্টিগেট (করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করা) নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চরম চাপে আছেন। ২০২০ সালের জুনে লকডাউনের সময় আয়োজিত জন্মদিনের পার্টিতে বিয়ারের ক্যান হাতে বরিস জনসনের একটি ছবি ব্রিটিশ পুলিশের কাছে রয়েছে।
পুলিশ ওই পার্টির মাধ্যমে করোনাকালীন বিধিনিষেধ ভঙ্গ করা হয়েছিল কিনা তা কিছুদিন ধরে তদন্ত করে দেখছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর নিজের দলেই এ নিয়ে রীতিমত বিদ্রোহ দেখা দিয়েছে।
গত দু'দিনে বরিস জনসনের ৫ জন সহযোগী পদত্যাগ করেছেন এ বিতর্কের জেরে।
তদন্তকারী কর্মকর্তা স্যু গ্রে মেট্রোপলিটন পুলিশকে সামাজিক মেলামেশার বিধি ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে আয়োজিত পার্টির যে ৩০০ ছবি জমা দিয়েছেন, বরিসের বিয়ার হাতে ছবিটি তার অন্যতম।
সূত্র : গার্ডিয়ান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ