পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো দায়িত্ব গ্রহণের মাত্র তিনদিন পরই দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন। টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পেদ্রো এ পরিবর্তনের কথা জানান।
তিনি বলেন, আমি মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হেক্টর ভেলার পিন্টোকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন। খবর এনডিটিভির। জানা গেছে, যদি পেরুর প্রেসিডেন্ট দেশটির নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন তবে তিনি ক্ষমতা গ্রহণের পর গত ৬ মাসে এ নিয়ে চতুর্থবারের মতো নতুন মন্ত্রিসভা পাবে দেশটি।
এর আগে, পিন্টোর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। ৬২ বছরের পিন্টোর বিরুদ্ধে ২০১৬ সালে স্ত্রী গৃহস্ত হিংসার অভিযোগ দায়ের করেছিল। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পিন্টোর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলেও অভিযোগ উঠেছিল। স্ত্রী ও প্রেমিকা দু’জনেই অভিযোগ দায়ের করেছিল। তবে সেই মামলার জল কতদূর গড়িয়েছে তাও স্পষ্ট করেনি স্থানীয় প্রশাসন।
অন্যদিকে মাত্র ৬ মাস আগে ক্ষমতা দখল করেছিলেন কাস্তিলো। এই ৬ মাসের মধ্যে এই নিয়ে তিনি ৪ বার মন্ত্রিপরিষদ গঠন করেছেন ও তা ভেঙে দিয়েছেন। বারবার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দেশের শাসন ব্যবস্থায় অরাজকতা তৈরি হচ্ছে বলেও দেশের বাসিন্দাদের একাংশের অভিযোগ।
বিডি-প্রতিদিন/শফিক