মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে আন্তরিক ও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তিনি বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ কী পদক্ষেপ নিল তা গুরুত্বপূর্ণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ হতে হবে দৃশ্যমান ও বাস্তব।’ আজ রবিবার ইরানের আইআরআইবি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ইরানকে শর্ত দিয়েছে বলে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি যে দাবি করেছেন সে প্রসঙ্গে আব্দুল্লাহিয়ান বলেন, এখন পর্যন্ত মার্কিনিদের পক্ষ থেকে ইরানের কাছে কোনো শর্তের কথা জানানো হয়নি। আসলে এখনও পূর্বশর্ত বলে কোনো কিছু নেই। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আলোচনা এগোচ্ছে এবং একটি ভালো সমঝোতায় পৌঁছাতে আলোচনা করা হচ্ছে যাতে ইরানের স্বার্থ নিশ্চিত হয়।
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে জো বাইডেন কিছু ছাড় দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েনা আলোচনার ফলাফল এবং সেখানে কী ধরণের সমঝোতা হয় সেটা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক