খবরে বলা হয়, রানওয়ে থেকে ওড়ার পরই হঠাৎ ইঞ্জিনের ঢাকনা খুলে নিচে পড়ে যায়। আর সেই অবস্থায়ই গন্তব্যের দিকে উড়ে যায় প্লেনটি। বিষয়টি নজরে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সঙ্গে সঙ্গে তারা পাইলটকে সতর্ক করে দেয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকনা ছাড়া প্লেন চললে ইঞ্জিনের ওপর প্রচণ্ড প্রভাব পড়ে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এ ক্ষেত্রে নিরাপদেই গন্তব্যে পৌঁছে প্লেনটি। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। প্লেনের ইঞ্জিনের ঢাকনা খুলে গেলে বিপদের যে আশঙ্কা থাকে, তা তোয়াক্কা না করেই কীভাবে পাইলট এত জন যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে প্লেন উড়িয়ে নিয়ে গেলেন! বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ। দেশটির বিমানসংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম