তথ্য গোপন করায় ফয়সাল বাউদা নামে পাকিস্তানের এক সংসদ সদস্যকে বুধবার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ২০১৮ সালের নির্বাচনে ফয়সাল তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি গোপন করেছিলেন।
মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে ফয়সাল যে বেতন এবং সুযোগ সুবিধা ভোগ করেছেন তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গত বছর সিনেটে জয় পান ফয়সাল। সিনেটে তার সেই জয়ের ঘোষণাও প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন।
পাকিস্তানের পাশাপাশি ফয়সাল যুক্তরাষ্ট্রের নাগরিক। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে ঘোষণা দিতে হতো ফয়সালকে। কিন্তু ফয়সাল তা করেননি।
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ২০২১ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সিনেট নির্বাচনে ফয়সাল সংসদ সদস্য হিসেবে যে ভোট দিয়েছেন সেটিও অবৈধ।
সূত্র : ডন
বিডি প্রতিদিন/ফারজানা