করোনায় আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। টুইটারে এক পোস্টের মাধ্যমে প্রিন্স অব ওয়েলসের কোভিড আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে ক্লারেন্স হাউজ।
উইনচেষ্টারে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল প্রিন্স চার্লসের। এর আগেই তার কোভিড আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করা হয়।
বিবিসির খবরে জানানো হয়েছে, বুধবার তিনি ও তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল বৃটিশ মিউজিয়ামের রিসেশপনে অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর রিশি সুনাক, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও লিভারপুলের সাবেক ফুটবলার ইয়ান রাশ। তবে তার স্ত্রী কামিলার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এর আগেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন চার্লস। তিনি ২০২০ সালের মার্চে প্রথম কোভিড আক্রান্ত হন। তিনি বৃটিশ সিংহাসনের উত্তরাধিকার। ক্লারেন্স হাউজ থেকে জানানো হয়েছে, প্রিন্স চার্লস ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছিলেন। তিনি গত কয়েক দিনের মধ্যে রানীর সঙ্গে দেখা করেছিলেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত