রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন বিষয়ে যেকোনো মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরও এক হাজার সেনা মোতায়েনে প্রস্তত রয়েছে। দেশটি বুধবার (৯ ফেব্রুয়ারি) এ কথা জানায়।
এ নিয়ে ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরও এক হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন।
জনসন গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ