রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় শুরু হতে পারে যুদ্ধ। এমন পরিস্থিতির মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও নিজেদের ভবিষ্যতকে রক্ষায় ইউক্রেনের জনগণ ন্যাটোর ওপর আস্থা রাখতে চায়।
বৃহস্পতিবার রাজধানী কিয়েভে বিবিসিকে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের ভলোদমির জেলনস্কি। সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ন্যাটোতে যোগদানের আবেদন প্রত্যাহারের বিষয়ে তিনি ভাবছেন কিনা।
প্রশ্নের উত্তরে জেলনস্কি বলেন, ‘আমি এখন এ বিষয়ে কিছু বললে অন্যরা কীভাবে নেবে, তা আমি ঠিক জানি না; কারণ অনেকেই বলছেন, আমরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ন্যাটোতে যোগ দিতে চাইছি।’
‘কিন্তু কীসের উচ্চাকাঙ্ক্ষা? এটা কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়। ইতোমধ্যে বিভিন্ন সময়ে আমরা ১৫ হাজার ইউক্রেনবাসীকে হারিয়েছি। আমাদের জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের সম্মুখীন এবং জনগণ তাদের জীবন ও দেশের নিরাপত্তা চায়।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি কেবল ন্যাটো সম্পর্কিত নয়; এটি জনগণের ভবিষ্যতের ব্যাপার। ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি কেবল এর সদস্যপদ পাওয়া নয়। আমরা যদি ন্যাটো, ইইউ, আপাত অধিকৃত অঞ্চল নিয়ে কথা বলি—তাহলে আমরা আমাদের স্বাধীনতার বিষয়েই কথা বলছি।’
ইউক্রেনের প্রকৃত অবস্থান এটাই। অর্থাৎ আমরা কী চাই এবং ভবিষ্যতে কী করব তা আমরাই নির্ধারণ করতে চাইছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ