ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ঘটনায় কোনো ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ।
সংস্থাটির সাধারণ পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘যে ভবনটিতে রাশিয়ার গোলা আঘাত হেনেছে, সেটি আসলে পাওয়ার প্লান্টের পারমাণবিক চুল্লি বা রিয়েক্টরের কোনো অংশ নয়। তাই সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেছে। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাছাড়া প্লান্টের কোনো নিরাপত্তা ব্যবস্থারও কোনো ক্ষতি হয়নি। ফলে ভয়ংকর তেজস্ক্রিয় পদার্থও ছড়িয়ে পড়েনি।’
তারপরও সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নানা দিক ক্ষতি দেখা হচ্ছে বলেও জানিয়েছে আইএইএ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল