বারবার একই কথা বলছেন কেনো বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, সে নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে। তবুও হয়তো আপনাকে নিশ্চিত রাখতেই তিনি এই নিশ্চয়তা দিয়ে যাচ্ছেন যে ইউক্রেন অভিযানে রাশিয়ার সাথে যোগ দেবে না তার দেশের সেনারা।
শুক্রবার লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনে রুশ অভিযানে বর্তমানে তার দেশের কোনো সেনা অংশ নেয়নি। ভবিষ্যতেও ইউক্রেন অভিযানে বেলারুশের সেনারা অংশ নেবে না।
মস্কোর ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো জানান এ বিষয়ে শুক্রবারও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন।
যদিও অভিযোগ আছে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এছাড়াও ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাদের সাথে সম্প্রতি এক যৌথ মহড়ায় বেলারুশের ৩০ হাজার সেনা অংশ নিয়েছিলো।
সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল