রাশিয়ার সেনা অভিযানের কারণে ভয়াবহ মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার এমন সতর্ক বার্তাই দিয়েছে আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস-আইসিআরসি।
আইসিআরসি জানিয়েছে, আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। সংস্থাটি জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘জেনেভা কনভেনশনের আওতায় যুদ্ধকালীন অবস্থায় মানবিক সাহায্য ও সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর দেরি না করেই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।’
এছাড়াও জেনেভা কনভেশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু না বানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য সেবা নির্বিঘ্ন রাখার আহবান জানানো হয়েছে। বলা হয়েছে স্বাস্থ্য সেবাদানকারী ও আহতদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
জেনেভা কনভেশন উপেক্ষা করা যুদ্ধাপরাধের সামিল বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস।
বিডি প্রতিদিন/নাজমুল