রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছে ১৮ হাজার শরণার্থী। শুক্রবার জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছে।
জার্মানিতে আশ্রয় নেওয়াদের মধ্যে ১৫ হাজার ইউক্রেনের বাসিন্দা। আর বাকি তিন হাজার ইউক্রেনে বাস করা অনান্য দেশের নাগরিক।
জার্মান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘ইউক্রেন কিংবা দেশটিতে থাকা অন্য দেশের নাগরিকরা এই যুদ্ধাবস্থায় ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয় নিতেই পারে। সাথে ইউক্রেনীয়রা রাজনৈতিক আশ্রয়ও চাইতে পারে।’
বিডি প্রতিদিন/নাজমুল