পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মী রুশ গোলাবর্ষণের ঘটনায় মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, আরও কয়েকজন আহত হয়েছেন।
জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছে, এখন এটি স্বাভাবিক অবস্থায় আছে। তেজস্ক্রিয়তার মাত্রাও ঠিকঠাক।
এক ফেসবুক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও বলেছে, ‘অনবরত গোলাবর্ষণ চলতে থাকায় প্লান্টের আশপাশে থাকা হাজারো মানুষকে উদ্ধার করা যাচ্ছে না।’
মন্ত্রণালয়টি আরও সতর্ক করে বলেছে, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র বিপর্যয় চেরনোবিল কিংবা ফুকোশিমার চেয়েও ভয়ংকর হতে পারে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ‘রাশিয়া সচেতনভাবেই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটা আন্তর্জাতিক পারমাণবিক আইনের লঙ্ঘন।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল