ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার প্রায় এক ঘণ্টা ধরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন ওলাফ শোলৎজ এবং ভ্লাদিমির পুতিন।
এ সময় ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে রুশ সামরিক অভিযান এই মুহূর্তে বন্ধের আহ্বান জানিয়েছেন ওলাফ শোলৎজ। একই সাথে ইউক্রেনের যেসব জায়গায় লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারেও পুতিনের সঙ্গে সাথে কথা বলেন শোলৎজ।
আলোচনায় দুই নেতা আরেক দফা বৈঠক করার ব্যাপারে একমত হয়েছেন।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়। ইউক্রেন জানিয়েছে, যেসব বিষয়ে সমঝোতা তাদের জন্য প্রয়োজনীয় সেগুলো নিয়ে কোনো ফলাফল আসেনি। তবে বেসামরিকদের জন্য মানবিক করিডোরের বিষয়ে ঐকমত্য এসেছে।
সূত্র: ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন