ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তাতে তেহরানের সামনে রেড লাইন রয়েছে এবং তেহরান কখনো সেই রেড লাইন থেকে পিছু হটবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।
গতকাল মঙ্গলবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্টের রায়িসি এসব কথা বলেন।
তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যে দিক নির্দেশনা দিয়েছেন, তার কাঠামোর মধ্যে থেকে সরকার ভিয়েনায় পরমাণু আলোচনা চালাচ্ছে। আমরা কখনো দেশের রেড লাইনের ব্যাপারে পিছু হটেনি, ভবিষ্যতেও পিছু হটব না।
ভিয়েনা সংলাপের ব্যাপারে নিজের প্রশাসনের কৌশল তুলে ধরে প্রেসিডেন্ট রায়িসি বলেন, প্রথম ধাপে তার সরকার ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা অকার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় ধাপে পূর্ণ মর্যাদার সঙ্গে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করবে।
প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন, ইরানের নীতি হচ্ছে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং পররাষ্ট্র বিষয়ক এজেন্ডায় ভারসাম্য প্রতিষ্ঠা করা। সূত্র : তেহরান টাইমস
বিডি প্রতিদিন/আবু জাফর