ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া।
রুশ আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই করিডোর কার্যকর হবে।
কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন। এই সপ্তাহে তৃতীয়বারের মতো বাসিন্দাদের নিরাপদে সরে যেতে এ ঘোষণা করেছে মস্কো।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন