দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার (৯ মার্চ) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি নিয়ন্ত্রণের জন্য নির্বাচনে লড়ছেন উদারপন্থী ও ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির লি জায়ে মিউং এবং তার মূল প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির ইউন সুক ইওল।
দেশটির সঙ্গে প্রতিবেশী উত্তর কোরিয়ার পারমানবিক ইস্যুতে উত্তেজনা, বেকার সমস্যা, আবাসন সংকটসহ নানাবিধ সমস্যা চিহ্নিত হয়েছে এই নির্বাচনকে ঘিরে।
নির্বাচনের পূর্বের জরিপ বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ভোটে। বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবার নিবাচনী দৌড়ে নেই। দক্ষিণ কোরিয়ার নেতারা এককভাবে পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব পান। মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ