রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এর আওতায় রাশিয়া থেকে বিমান চলাচল থেকে শুরু করে দেশটি থেকে বিমান বা মহাকাশ বিষয়ক কোনো প্রযুক্তি আমদানি করা যাবে না।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার আওতায় এবার রুশ বিমান আটকও করতে পারবে যুক্তরাজ্য। সরকারকে তেমন ক্ষমতাই দেওয়া হয়েছে।
ট্রুস আরও বলেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে কাবু করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস জানিয়েছেন, যুক্তরাজ্যের আকাশে রুশ বিমান ঢুকলেই এখন তা ফৌজদারি অপরাধ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল