রাশিয়ার যুদ্ধবিমানের বিরুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সফলতা পাচ্ছে। এই কারণে রাশিয়া ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হচ্ছে না।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দারা বুধবার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করে। এর পর থেকে যুক্তরাজ্য দেশটিতে যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন বিভিন্ন তথ্য প্রকাশ করে আসছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা মন্ত্রণালয় ইউক্রেন নিয়ে সর্বশেষ এক টুইট বার্তায় জানিয়েছে, রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের বিরুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। সম্ভবত এ কারণে ইউক্রেনের আকাশে রুশ বিমান বাহিনী প্রাধান্য বিস্তার করতে পারছে না।
ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনী নিয়ে যুক্তরাজ্যের আরও মূল্যায়— উত্তর পশ্চিম কিয়েভে রুশ বাহিনী বড় কোনো অর্জন পেতে ব্যর্থ হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কবিরুল