যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি হয়ে ইউক্রেনকে নিজেদের মালিকানায় থাকা রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান মিগ-২৯ দিতে চেয়েছিলো পোল্যান্ড। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।
পোল্যান্ড চেয়েছিলো জার্মানিতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি হয়ে মিগ-২৯ জেটগুলো ইউক্রেনে যাবে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র/ন্যাটোর জার্মান বিমানঘাঁটি থেকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিমান পাঠালে, ন্যাটো ও তার মিত্রদের জন্য তা বড় ঝুঁকির কারণ হতে পারে।’
সামরিক বিশেষজ্ঞ কোল ব্রেন্ডন কিয়ারনে বিবিসিকে বলেছেন, ‘আসলে তাদের এই আচরণ বিভ্রান্তিকর।’ তিনি বলেন, ‘ইউক্রেনের পাইলটরা আক্ষরিক অর্থেই পোলান্ড সীমান্তে ঘোরাফেরা করছে। এটা খুব স্মার্ট আচরণ।’
কিয়ারনে বিবিসিকে আরও বলেন, ‘মিগ-২৯ হাতে পাওয়ার ইউক্রেনের এটা বড় সুযোগ। তবে দেখার বিষয় নীতি নির্ধারকরা কী ধরনে সিদ্ধান্ত নেন এবং কীভাবে তা প্রয়োগ করেন।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল