ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাধারণ নাগরিকরা ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রভাব অনুভব করছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে চেষ্টা করছে ক্রেমলিন।
বুধবার মস্কোর স্টক এক্সচেঞ্জে ট্রেডিং আংশিকভাবে স্থগিত করা হবে এবং একই সাথে রাশিয়ার নাগরিকরা বৈদেশিক মুদ্রা উত্তোলনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখার মুখোমুখি হচ্ছে।
এত কিছুর পরেও রাশিয়ার সাধারণ নাগরিকরা উপলব্ধি করছেন, তারা দিন দিন আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এর মধ্যে আবার কিছু পশ্চিমা পণ্যের দোকান বন্ধ হয়ে গেছে। আবার কোকাকোলা, পেপসি ও ম্যাকডোনাল্ডসও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাধারণ নাগরিকদের আয়ত্তে রাখার প্রাণপণ চেষ্টা করছেন। এরপরও তিনি ইউক্রেনে সেনা অভিযানে নিয়ে রাশিয়ার সাধারণ নাগরিকরা তাকে সাপোর্ট করছেন বলেও দাবি করছেন। তবে তিনি এখনো প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করেননি। গতকাল মঙ্গলবারও ইউক্রেনে সেনা অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে দেশটির নাগরিকরা। এর মধ্যে থেকে অবশ্য কমপক্ষে ৯০ জনকে আটক করেছে রাশান পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর