রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সুমি শহরে ২২ জন নিহত হয়েছে। শহরটির মেয়র দিমিত্রি ঝিভিতস্কি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়ার বিমান বাহিনী রাতভর শহর জুড়ে বিমান হামলা চালিয়েছে।’ এটাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন মেয়র।
জানানো হয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও আছে।
বিবিসির স্থানীয় প্রতিনিধি জানিয়েছে, ‘শুধু সন্ধ্যাতেই সুমি শহরে তিন বোমার বিস্ফোরণ ঘটেছে। এটা ছিলো ভয়ংকর রাত।’
রাশিয়া নিরাপদ করিডোর চালু করার পর থেকে এ পর্যন্ত সুমি থেকে পাঁচ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল