ইউক্রেনের রুশ সেনা অভিযানে ক্ষতিগ্রস্ত আর বাস্তুচ্যুত মানুষদের সহয়তায় দেশটিতে ৫০ লাখ ইউয়ান বা প্রায় আট হাজার ডলার মূল্যের অর্থ সহায়তা দিচ্ছে চীন।
চীনের রেড ক্রস ইউক্রেনকে এই মানবিক সহায়তা দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার কোনো রকম নিন্দা করতে রাজি হয়নি চীন।
এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। আরও অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তৃতীয় দফায় আলোচনায় বসলেও এখনও ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন ইউক্রেন-রাশিয়া।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল