ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে বিভিন্ন দেশের নেতাদের সাথে আলাপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সেই মত গঠনে মধ্যপ্রাচ্যের বিশেষ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও পাশে চেয়েছিল।
তবে ওয়াশিংটনের আবেদনে সাড়া দিয়ে বাইডেনের সাথে ফোনালাপ করতে রাজি হননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এমন খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘তাদের সাথে ফোনে কথা বলার ইচ্ছে ছিল, তবে তেমনটা হয়ে ওঠেনি।’ সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
বিডি প্রতিদিন/নাজমুল