মঙ্গলবারই বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছিলো প্রায় ৩০০ ইউক্রেনীয় শরণার্থীকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। তবে মঙ্গলবার এ কথা অস্বীকার করেছেন ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস।
তিনি সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আজ (বুধবার) এখন পর্যন্ত ৭৬০ জন শরণার্থী আয়ারল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলো হয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে।
এছাড়ও তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার উপায় নেই, কারণ ইউক্রেন থেকে কারা আসছে যুক্তরাজ্য সেটা পরখ করেই তাদের আশ্রয় দিতে চায়।
শ্যাপস আরও জানিয়েছেন, পারিবারিক ভিসায় ইউক্রেন থেকে যুক্তরাজ্যে অন্তত দুই লাখ মানুষ আসতে পারবেন। এই ভিসার আওতায় এখন চাচা-চাচী এবং ফুফা-ফুফুও স্বজন হিসেবে আসতে পারবেন যুক্তরাজ্যে।
জাতিসংঘের হিসেব মতে এখন পর্যন্ত ২০ লাখ ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আরও ২০ লাখ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল