মারিওপোলসহ বিভিন্ন শহরে ছয়টি মানবিক করিডোর দিয়ে বিভিন্ন এলাকায় আটকে পড়াদের উদ্ধার করার কাজ চলছে বলে জানিয়েছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইউক্রেন সেনাবাহিনীও স্থানীয় সময় সকাল নয়টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর রাশিয়ার সেনাবাহিনীকেও তাদের যুদ্ধবিরতির প্রতিশ্রুত রক্ষা করতে বলা হয়েছে।
খবর পাওয়া গেছে মঙ্গলবার পাঁচ হাজার বেসামরিক নাগরিককে উদ্ধার করতে পেরেছে ইউক্রেন।
এর আগেও মানবিক করিডোর চালুর বিষয়ে আলাপ হলেও দুই দেশের সমঝোতার অভাবে শেষ অবধি তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। জাতিসংঘের হিসেব বলছে, এরই মধ্যে প্রাণ বাঁচাতে ২০ ইউক্রেনীয় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল