ইউক্রেনকে যুদ্ধবিমান সহায়তা দিতে প্রস্তুত ন্যাটো সদস্য পোলান্ড। তবে বিশেষ শর্তে কিয়েভে যুদ্ধবিমান পাঠাবে পোলান্ড।
পোলান্ডের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা জানিয়েছেন, তারা ইউক্রেনকে ন্যাটোর কাঠামোর মধ্যে থেকেই যুদ্ধবিমান প্রদান করবেন।
পোলান্ডের প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যাকব কুমোচ বলেন, যুক্তরাষ্ট্র চায় না বিমানগুলো সরাসরি তাদের দেশের ঘাঁটি থেকে ইউক্রেনে যাক। অর্থাৎ যুক্তরাষ্ট্র পোলান্ডে যুদ্ধবিমান পাঠাতে চায় আর পোলান্ড সেগুলো ইউক্রেনে পাঠাবে।
জ্যাকব কুমোচ বলেন, পোলান্ড এটা করতে প্রস্তুত। তবে জোটের নিয়মের মধ্যে থেকেই।
রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেন পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে বিমান সহায়তা চেয়েছে। জবাবে ন্যাটো সদস্য পোলান্ড ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে। পোলান্ড অন্য ন্যাটো সদস্যকেও ইউক্রেনে যুদ্ধবিমান দিতে আহ্বান জানিয়েছে। কিন্তু পেন্টাগন ‘যুক্তসিদ্ধ নয়’ জানিয়ে পোলান্ডের প্রস্তাব প্রত্যাখান করেছে।
বিডি প্রতিদিন/ কবিরুল