ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার লক্ষ্য দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা। পুতিন ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিও জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন।
তবে ইউক্রেনে সরকার হঠাতে সুর পরিবর্তন করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেনে তারা আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চান, দেশটির সরকার হঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
রাশিয়া আরও দাবি করেছে, ইউক্রেনের ১ লাখ ৪০ হাজার নাগরিক পালিয়ে তাদের দেশে এসেছেন। ইউক্রেনে তারা পরিকল্পনা অনুসারেই কাজ করছেন।
এ প্রসঙ্গে বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরপেক্ষ করা। অর্থাৎ ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। আর এটা তারা আলোচনার মাধ্যমে করতে চান। পরবর্তী ধাপের আলোচনায় এ বিষয়ে উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা কয়েক দফা আলোচনায় বসেছেন। তবে এসব আলোচনায় যুদ্ধবিরতির মতো কোনো সমঝোতা হয়নি।
বিডি প্রতিদিন/কবিরুল