রাশিয়ার অভিযানের পর থেকেই প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সাধারণ মানুষ। নানা রকম ভোগান্তিতেও তাদের পড়তে হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে প্রধান বলেছেন, বিভিন্ন দেশের সীমান্তে জড়ো হওয়া শরণার্থীদের সাহায্যে সবার এগিয়ে আসা উচিত।
স্টকহোমে এক প্রেস কনফারেন্সে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘সীমান্ত এলাকায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার এখই উপযুক্ত সময়। এছাড়াও এই শরণার্থীদের ভবিষ্যত কী সে নিয়েও দেশগুলোকে ভাবতে হবে।’
গ্রান্ডি আরও জানান এখন পর্যন্ত ২১ থেকে ২২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল