রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়। এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নির্দিষ্ট একশ' রাশিয়ানের সম্পদও জব্দ করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, ‘রাশিয়ার ওপর প্যাকেজ নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে কাজ করছে ইউনিয়নভূক্ত দেশগুলো। প্রায় একশ’ ব্যক্তির ওপর বিভিন্ন ধরনে নিষেধাজ্ঞা দেওয়া হবে।’
বিস্তারিত না জানালেও আজ কালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল