আগামী কাল বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা আছে। ঠিক তার আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানালেন, তার আশা আনতালিয়ায় হতে যাওয়া দুই মন্ত্রীর বৈঠক থেকেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা আসবে।
এরদোগান বলেন, এই আলোচনা থেকেই স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে যাবে।
তুরস্ক ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার বিপক্ষে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি দেশটি। বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় বৈঠকে বসেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল