রাশিয়ার দখলে থাকা খেরসনে রুশ বিরোধী বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরা চারশ’র বেশি বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনী।
ইউক্রেনের দাবি, রুশ সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলো দক্ষিণ খেরসনের মানুষ। এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার অভিযানে অতিষ্ট হয়ে খেরসনে মানুষ বিক্ষোভে নামলে তাদের গ্রেপ্তার করা হয়।’
গত সপ্তাহে খেরসন নিজেদের দখলে নেয় রুশ বাহিনী।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল