সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় নিহতের ঘটনা নিয়ে এবার কঠিন হুঁশিয়ারি দিলো তেহরান। এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইহুদিবাদীদের এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না।
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কয়েকটি অবস্থানে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। প্রাথমিক খবরে বলা হয়, এতে দুই ব্যক্তি নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি হামলায় দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালায়িপুর এবং কর্নেল মুর্তজা সাঈদ নেজহাদ নিহত হন।
আজ বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিজাদে এক বিবৃতির মাধ্যমে ওই দুই সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ এবং হত্যাযজ্ঞ হচ্ছে ইহুদিবাদী সরকারের বৈশিষ্ট্য। তবে তাদের এই অপরাধ অবশ্যই বিনা শাস্তিতে পার পাবে না।
তিনি শুধু স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা। এর আগে, আইআরজিসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে দুই কর্মকর্তা হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক