ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। বুধবার একথা জানিয়েছে মিশরের প্রেসিডেন্টের কার্যালয়।
এই ফোনালাপে দুই দেশের আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানালেও ইউক্রেন ইস্যুতে ঠিক কী কথা হয়েছে, ইউক্রেন ইস্যুতে মিশরের অবস্থান কী, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
যদিও গত সপ্তাহে ইউক্রেন অভিযানের ঘটনায় রাশিয়ার বিপক্ষে জাতিসংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ১৪১ দেশের মধ্যে মিশরও ছিল। পাঁচটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। আর ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল