ইউক্রেনকে যুদ্ধবিমান সহায়তা ইস্যু নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পোলান্ডে রওনা দিয়েছেন।
রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে যুদ্ধবিমান সহায়তা চেয়েছে। পোলান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সহায়তা দিতে রাজি হলেও যুক্তরাষ্ট্র এটা নিয়ে দ্বিধায় রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, পোলান্ডের উদ্দেশে রওনা হওয়ার পূর্বে কমলা হ্যারিস সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টার আগে তাকে বহনকারী বিমান ওয়াশিংটন ছাড়ে। কমলা হ্যারিস বৃহস্পতিবার পোলান্ডের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।
রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেন পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে বিমান সহায়তা চেয়েছে। জবাবে ন্যাটো সদস্য পোলান্ড ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে। পোলান্ড অন্য ন্যাটো সদস্যকেও ইউক্রেনে যুদ্ধবিমান দিতে আহ্বান জানিয়েছে। কিন্তু পেন্টাগন ‘যুক্তসিদ্ধ নয়’ জানিয়ে পোলান্ডের প্রস্তাব প্রত্যাখান করেছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কবিরুল