ইউক্রেনের মারিউপোলের একটি ‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এ কথা জানিয়েছে পূর্ব ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসন।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কর্মী ও প্রসবকালীন নারীও রয়েছেন।
ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, হামলায় কোনো শিশু আহত হয়নি।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ