যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনের মারিউপোল শহরের একটি প্রসূতি হাসপাতালে হামলা ‘একদম ঘৃণ্য’ কাজ।
ওয়াশিংটনে প্রেস কনফারেন্সে বক্তৃতাকালে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, কেন ন্যাটো নো-ফ্লাই জোন চালু করবে না, যার অনুরোধ করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ট্রাস এর উত্তরে বলেন, আকাশ রক্ষায় সাহায্য করার সর্বোত্তম উপায় হলো এন্টিএয়ার (বায়ুবিরোধী) অস্ত্র, যা যুক্তরাজ্য ও তার মিত্ররা সরবরাহ করছে।
ইউক্রেনের মারিউপোলের একটি ‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। পূর্ব ডোনেটস্ক অঞ্চলের ইউক্রেনের সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কর্মী ও প্রসবকালীন নারীও রয়েছেন।
ডোনেটস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, হামলায় কোনো শিশু আহত হয়নি।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ