ইউক্রেনে রুশ সেনা অভিযানের দুই সপ্তাহে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ বাহিনীর অভিযানে হতাহত নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমি চাই এই বার্তা শুধু কিয়েভ নয়, সারা বিশ্বের কাছে যেন পৌঁছায়।”
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ সেনাবাহিনী সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এ সময় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন