ইউক্রেনে এখন ‘কোনো নিরাপদ শহর নেই’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সংসদ সদস্য ইনা সোভসুন।
শুক্রবার সকালে এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিবিসিকে তিনি বলেন, আমরা গত দুই সপ্তাহ ধরে দিনে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারিনি।
তিনি আরও বলেন, আমরা অবশ্যই আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্কিত, কিন্তু আমাদের করার তেমন কিছু নেই। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদেরকে দখলও করতে দিতে পারি না।”
ইনা সোভসুন বলেন, ‘আমাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের তেমন কিছু করার নেই, তা যতই আতঙ্কের হোক না কেন।’
সোভসুন বলেন, তিনি বিশ্বাস করেন না যে পশ্চিমাদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা পুতিনের আক্রমণ বন্ধ করার জন্য যথেষ্ট।
তিনি আরও বলেন, আমি বিশ্বের কাছে অনুরোধ করছি দয়া করে হস্তক্ষেপ করুন। দয়া করে রাশিয়াকে আমাদের সবাইকে মেরে ফেলতে দেবেন না এবং পুরো দেশকে ধ্বংস করতে দেবেন না। আমরা এর প্রাপ্য কিছু করিনি।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ সেনাবাহিনী সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এ সময় ইউক্রেনের বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন