রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ভলনোভাখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। রুশ বার্তা সংস্থা আরআই এর বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, আজভ সাগরের তীরবর্তী অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের উত্তরের ভলনোভাখা শহরটির দখল নিয়েছে রুশপন্থীরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরআইএকে এই তথ্য জানিয়েছে। শহরটি মারিউপোলের উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হওয়ায় কৌশলগতভাবে এর গুরুত্ব রয়েছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা ১৬তম দিনে নতুন করে ইউক্রেনের তিন শহরে হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল